আমার এক শিরাতে যমুনা বহে
আরেক
শিরায় পদ্মা,
একজন
চলে শান্ত স্বাধীন; আরেক জন প্রমত্তা।
পাহাড়
বেয়ে ঝর্ণা হয়ে
আমার
কর্ণফুলি ক্ষরস্রোতা,
পদ্মা
যমুনা এক সাথে মিশে;
সৃষ্টি মেঘনা নামের একতা।
বুড়িগঙ্গার
কাঁধে ভর দিয়ে
দাড়ানো
আমার প্রাণ নগর,
আবার
আড়িয়াল খাঁ’র দুই
ধারে; শোয়া ধু ধু
মরু ভূমি বালুর চর।
তিতাস
আমার তীব্র বাসনা
তিস্তা
আমার মান,
সুরমা
নদীর পানিতে পাই আমি; শাহজালালের
ঘ্রাণ।
করতোয়া
কোলে কৃষ্টি আমার
কুশিয়ারা
জোড়া কান্না,
শীতলক্ষ্যা
শীতল শ্যামল; তবু বাধঁ ভেঙ্গে
আনে বন্যা।
ব্রক্ষ্মপুত্র
সাঙ্গু ছোটে
পেতে
বঙ্গ সাগরের মোহনা,
তারই
মাঝে আছে সুপ্তহয়ে; আমার
বাংলাদেশের ঠিকানা।