অলস
আমি আমার মত;
তোমাদের
মত দ্রুত নই,
তোমরা
চল ঝড়ের বেগে, আমি
কেবলই তাকিয়ে রই।
বাচাল
আমি আমার মত;
তোমাদের
মত ভদ্র নই,
মনে
আশে যা - বলে ফেলি
তা, কথা পুষি না
কখনই।
বোকা
আমি আমার মত;
তোমাদের
মত চালাক নই,
ভিতর
- বাহির একই আমার, জল
বুঝি না অথৈ - থৈ।
সেকেলে
আমি আমার মত;
তোমাদের
মত অধুনা নই,
আমার
রুচি - তোমার রুচি, আকাশ পাতাল তফাৎ
বৈ।
দোষী
আমি আমার মত;
তোমাদের
মত বিদুষী নই,
তোমার
কাঁঠাল আমার মাথায়, কাঁধে
জোয়াল – কোমরে মই।
একলা
আমি আমার মত;
তোমাদের
মত দোকলা নই,
আমি
যদি বাঁচি আমার মত, তোমাদের
তাতে সমস্যা কই...?
১০ই ভাদ্র, ১৪২১ বঙ্গাব্দ।
No comments:
Post a Comment