আমাবস্যায়
চাঁদ উঠেছে
চাঁদ
উঠেছে উঠুক,
শুধু
আমার ছাঁদে বেলকুনিতে; তোমার কলঙ্ক রটুক।
রাত্রী
ঝড়ে শেষ প্রহরে
ঘটনা
কিছু ঘটুক,
ঘটনা
জানতে বিশ্ব মিডিয়া; আমার পেছনে ছুটুক।
পত্র-মূলে স’দলবলে
ফুলের
কলি ফুটুক,
ফুলের
গন্ধে আকুল হয়ে; কোকিল
গায়ে মরুক।
মেঘের
সুরে অন্তঃপুরে
মন ময়ূরী নাচুক,
নাচের
তালে দুঃখ ভুলে; বাঁচার
মত বাঁচুক।
রঙিন
রথে প্রেমের পথে
প্রেম
আমাদের চলুক,
প্রেম
আমাদের ক্লান্ত হয়ে; সাগর জলে
ডুবুক।
লোকের
খুশি বলুক বেশি
লোকে
যা বলে বলুক,
শুধু
তোমার প্রেমে আমার বাঁশি; ব্যাকুল
হয়ে বাজুক।
৩রা
ফাল্গুন, ১৪২১ বঙ্গাব্দ ।
No comments:
Post a Comment