Thursday, June 25, 2015

দাসত্ব


আজ নিজেরই মত ব্যক্ত করিব
যৌবন -এর জানা গুরুত্ব,
উনিশ বছর বয়স আমার
যৌবন - যাবার মূর্হুত

যৌবন মানে দিশেহারা নয়
যৌবন মানে দায়িত্ব,
যৌবন হল মাথা উচু করে
ইতিহাসে লেখা বীরত্ব।

যৌবন মানে পোক্ত ঈমান,
যে ঈমানে জীবন মহান।
যৌবন মানে সৃষ্টি করা,
কৃষ্টি গড়ার কৃতিত্ব।

যৌবন মানে অপ-পথ নয়,
যৌবন করে বিশ্ব বিজয়।
যৌবন খেলে প্রাণ বাজী রেখে,
এইত তাহার মাহত্ব।

যৌবন নয়ত নদীর জোয়ার,
আসি যাই করা চরিত্র যার।
যৌবন হল সূর্যের মত,
পোড়া তাপদাহ দারস্ত।

যৌবন হল গিড়ি কান্ডারী,
যৌবন ফেলে মহাকাশ ফারি।
যৌবন দল যেথা বাস করে,
সেথা নাই কোন দাসত্ব।

যৌবন লেখা আমার বয়ান,
এখানেই এসে হল অবসান।
যৌবন -এর তাতে কিছু আসে না,
চিরকাল তার স্থায়ীত্ব।


১৩ই কার্তিক, ১৪২০ বঙ্গাব্দ

No comments:

Post a Comment