ভালোবাসি
তোমায় ; তিমির
রাত্রী হঠাৎ ভোর হলে,
ভালোবাসি
তোমায় ; বিকেলের
সাদা মেঘের চাদর নীলে।
ভালোবাসি
তোমায় ; যখন
তখন’
যখন যেভাবে থাকি,
লাল সবুজ আর
সোনালী রঙ্গে
তোমারই ছবি আঁকি।
ভালোবাসি
তোমায় ; রাজপথে
ফের হরতাল ডাকা হলে,
ভালোবাসি
তোমায় ; চোখ
জ্বালা করা অন্ধ কোন’
দগ্ধ টিয়ারসেলে।
ভালোবাসি
তোমায় ; গাড়ি
ভাঙ্গচুর বৈশাখী মিছিলে,
ভালোবাসি
তোমায় ; ট্রেনে
বাসে ট্রামে আগুন দেবার কালে।
ভালোবাসি
তোমায় ; টানা
সাতদিন অজানা অবরোধে,
ভালোবাসি
তোমায় ; বিচার
বিহিন রাজবন্দীর’ রাজ ক্রধে।
ভালোবাসি
তোমায় ; মুক্তি
পাবার রেসকোর্সের মাঠে,
ভালোবাসি
তোমায় ; স্বাধীন
ঘোষনা জিয়ার কালুরঘাটে।
ভালোবাসি
তোমায় ; গণতন্ত্র,
শহীদ নূরের পিঠে,
ভালোবাসি
তোমায় ; পহেলা
বৈশাখ বোমা ফাটানোর গীতে।
ভালোবাসি
তোমায় ; সারাদেশ
ব্যাপী জঙ্গীর হামালায়,
ভালোবাসি
তোমায় ; আজও
ঝুলে থাকা, যুদ্ধাপরাধের মামলায়।
ভালোবাসি
তোমায় ; সময়
যখন সরকার বদলের,
ভালোবাসি
তোমায় ; যখন
ছলনা বুঝিনা মিথ্যুক নেতাদের।
১১ই
কার্তিক,১৪১৯ বঙ্গাব্দ
No comments:
Post a Comment