Tuesday, June 16, 2015

সেবা


জানেন তো ভাই ? এই আমরাই
আপনারই পায়ে পরি,
দাঁত কপাটি বের করে কত
মধুময় বুলি ঝারি

আপনারা ভাই মফিজ-মানব
ভোলেন আমার কথায়,
৫০০টা টাকা ধরিয়া দিলে
তুলিয়া রাখেন মাথায়।

ভোট কেনার আমি তো আবার
আজব সওদাগর,
চুমি যে গালে ভোটের আগে
অত:পর সেই গালেই থাপ্পর।

ভোট ব্যচেন চান উন্নয়নও
আক্কেল আপনার কেবা ?
কোন শালা কয় করতে এসেছি
আমি আপনার সেবা ??

তবুও যদি চান সেবা আপনারা
তাও দেওয়া যেতে পারে,
সেবা আমারও বড় হয়তেছে !
বাড়ির পেছনের বাঁশ-ঝাড়ে !!
লাগলে না হয় দিয়ে দেব সেবা !!!
কি আর আছে করার,
বছর পাঁচেক যাবার পরে তো আবার
আপনারই দরকার ।।।



২৬শে ফাল্গুন,১৪১৯ বঙ্গাব্দ

No comments:

Post a Comment